| বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কার্যক্রমের দায়িত্ব পেয়েছেন। বিসিবির গুরুত্বপুর্ণ পদে থেকে বাংলাদেশ ক্রিকেটকে অনেক এগিয়ে নিতেই কাজ করবেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন শেষে বিসিবির নতুন দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথম বিসিবিতে এসেছিলেন তিনি। নতুন দায়িত্ব নিয়ে নিজের পরিকল্পনা নিয়ে অনেক কথাই বলেছেন তিনি। তার কথাগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো-
প্রশ্ন: বিসিবির এ গুরুত্বপুর্ণ পদ নিয়ে আপনার পরিকল্পনা কি?
আকরাম: বিসিবির এ গুরুত্বপুর্ণ পদটি অনেক চ্যালেঞ্জিং। ভালো করার চেষ্টা করবো। তবে আমি একা চেষ্টা করলে হবে না। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে। আগের সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেই কাজ করবো।’
প্রশ্ন: আপনি কি বিসিবির এই পদটাই চেয়েছিলেন?
আকরাম: আমি বলেছিলাম আমাকে যেন ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ দেয়া হয়। এই পদটি আমার বেশি পছন্দ ছিলো। আমি জাতীয় দলে খেলেছি নির্বাচক ছিলাম এখন বিসিবি এই গুরুত্বপূর্ণ পদে থেকে ক্রিকেটকে অনেক এগিয়ে নেয়াই এখনকার লক্ষ্য।
প্রশ্ন: ক্রিকেট নিয়ে আপনার নতুন কি পরিকল্পনা রয়েছে বা লক্ষ্য কি?
আকরাম খান: বাংলাদেশ টিম যে পারফরম্যান্স দেখাচ্ছে তা যেন আরো উন্নত হয়। দেশে ও দেশের বাইরে যেন তারা ভালো পারফরম করে সেটা নিয়েই কাজ করবো। আগে যে সমস্যা ছিলো সেই সমস্যাগুলো এখন যেন না হয়। আগে সমস্যা ছিলো, যে সময় জাতীয় দলের খেলা চলতো তখন অন্য টুর্নামেন্টও চলতো। জাতীয় দলের খেলোয়াড়রা তখন সেই টুর্নামেন্ট খেলতে পারতেন না। জাতীয় দল ছাড়া অন্যরাও সেটা মিস করছে। এখন যেন সেই সমস্যাগুলো যেন না হয়। ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব ১৯ টিম যখন এসেছিলো তখন আমাদের হোম সিরিজের খেলা চলছিলো। কিন্তু আমরা ভালো খেলোয়াড়দের নিয়ে খেলতে পারিনি।’
প্রশ্ন: এখন থেকে খেলোয়াড়রা কি সবসময় খেলার মধ্যে থাকবে?
আকরাম: খেলোয়াড়রা যেন সারা বছরই খেলার মধ্যে থাকে সেটা নিয়েই কাজ করবো। আমরা অনেক সময় খেলাটাকেই মূল্যায়ন করি। এর বাইরে খেলোয়াড়দের অনেক বিষয় থাকে যেটা নিয়ে কাজ হয় না। কিন্তু এখন খেলোয়াড়দের সকল বিষয় নিয়েই কাজ করবো। তাদের সঙ্গে আলোচনা করে কাজ করবো।
প্রশ্ন: বাংলাদেশ দলের বিদেশ সফর সিডিউল নিয়ে সভাপতি ও সিইও ছাড়া অন্যরা তেমন কিছু জানে না। এ বিষয়টা নিয়ে কি আপনার কিছু করার আছে?
আকরাম: এ বিষয়টা অনেক বড় ব্যাপার। আমরা চেষ্টা করবো এখন থেকে কোন বিষয়ে সিদ্ধান্তের আগে যেন সকলের সঙ্গে আলোচনা করা হয়। এখন যেগুলো সিডিউল হয়ে গেলে সেগুলো সমঝোতার মাধ্যমে করার চেষ্টা করবো।
প্রশ্ন: দেশের বাইরে সফর নিয়ে কিভাবে কাজ করবেন?
আকরাম: আমি চেষ্টা করবো আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের কাজ বৃদ্ধি করতে। প্রতিদেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হলে আমাদের ক্রিকেট আরো এগিয়ে যাবে। আগে যেমন আমাদের ছোট ছোট দলগুলো পাকিস্তান, শ্রীলংঙ্কা সফর করেছে। সেগুলো নিয়মিত করবো। ওরা যেন আমাদের দেশে আসে সেই কাজগুলোও করার চেষ্টা করবো। এটা শুরু করতে পারলে আমার এগিযে যাব।’
প্রশ্ন: পাকিস্তানের সঙ্গে আমাদের বোর্ডের সম্পর্ক ভালো যাচ্ছে না এটা নিয়ে কি করবেন?
আকরাম: আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে একাডেমি ও অনুর্ধ্ব-১৯ দলকে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে। ওদের এই লেভেলের ক্রিকেট অনেক উন্নত। তাই আমাদের ক্রিকেট উন্নতির জন্যই ওদের সঙ্গে কাজ করতে হবে। ওদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছে আগে তা যেন আর না হয় সেটা নিশ্চিত করতে হবে।
প্রশ্ন: ক্রিকেট নিয়ে আপনার নতুন পরিকল্পনা কি?
আকরাম: আমার টার্গেট থাকবে ক্রিকেটাররা যেন সারা বছর ক্রিকেটের মধ্যে থাকে। এ জন্য আমরা বিদেশ সফর বেশি করবো। আন্তর্জাতিক,ঘরোয়া ক্রিকেট গুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেবো। জাতীয় দল অনুর্ধ্ব-১৯ দল বা একাডেমি দলগুলো যেন ধারাবাহিকভাবে বিদেশ সফর করে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সঙ্গে আরো বেশি বেশি ক্রিকেট খেলা।
প্রশ্ন: আমাদের ক্রিকেট সূচি ঠিক থাকে না একই সময় বিভিন্ন খেলা থাকে যেটা নিয়ে অনেক সমস্যা হয়। এটা নিয়ে কি করবেন?
আকরাম: আমরা এ বিষয়টা নিয়ে আলোচনা করেই চূড়ান্ত করবো। এটা নিয়ে যেন আর কোন সমস্যা না হয়। এজন্য ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করবো।’
Posted ১৭:৩৪ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin