| রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হাফিজ মাসুম আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী সফল ও বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছি। এই মানসিকতা বাস্তবায়নে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য ইতিমধ্যে তিনি কাজ শুরু করেছেন। রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চান। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, মন্দিরের উন্নয়ন,পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে চান।
এছাড়া মাদক দ্রব্যের ব্যবহার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চান। তিনি বলেন, উপজেলার সকল ইউনিয়নে অসংখ্য অসহায় পরিবারের মানুষ বঞ্চিত-লাঞ্চিত ও প্রতারিত হচ্ছে। তাদের পাশে থেকে সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।এজন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অভিষ্টলক্ষ্যে পৌছাতে পারেন সেজন্য মহান আল্লাহর দরবারে সকলের আন্তরিক শুভ কামনা প্রত্যাশা করেন।
Posted ২০:৫৫ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | mobarok