মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কেন নতুন সিনেমার ঘোষণা দিচ্ছেন না শাহরুখ?

  |   শনিবার, ২২ জুন ২০১৯ | প্রিন্ট

কেন নতুন সিনেমার ঘোষণা দিচ্ছেন না শাহরুখ?

বলিউড অভিনেতা শাহরুখ খান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জিরো। গত বছর ডিসেম্বরে মুক্তি পায় এটি। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি সিনেমাটি। এমনকি দর্শক-সমালোচকদের মন কাড়তেও ব্যর্থ হয়েছে জিরো।

এদিকে জিরো সিনেমার পর এখনো নতুন সিনেমার ঘোষণা দেননি বলিউডের রোমান্টিক কিং খ্যাত এ অভিনেতা। সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘আমার হাতে এখন কোনো সিনেমা নেই। আমি কোনো সিনেমায় অভিনয় করছি না। সচরাচর যখন একটি সিনেমা শেষ হয়, তখন অন্য একটি সিনেমার কাজ শুরু হয় এবং এতে আরো ৩-৪ মাস লেগে যায়। কিন্তু এইবার আমার মন এতে সায় দিচ্ছে না। বরং মনে হচ্ছে, কিছুটা সময় নিই, সিনেমা দেখি, গল্প শুনি ও অনেক বই পড়ি। এমনকি আমার সন্তানরাও এখন কলেজে পড়ুয়া। আমার মেয়ে কলেজে উঠেছে, বড় ছেলের লেখাপড়া প্রায় শেষের পথে। সুতরাং আমার পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাতে চাই।’

জিরো সিনেমার পর শাহরুখের পরের সিনেমা কী তা নিয়ে অনেক গুঞ্জনই শোনা গেছে। প্রথমে শোনা যায়, ভারতীয় নভোচারী রাকেশ শর্মাকে নিয়ে নির্মিত সারে জাহা সে আচ্ছা সিনেমায় অভিনয় করবেন তিনি। কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়ান শাহরুখ। এছাড়া ডন-থ্রি সিনেমায় তার অভিনয়ের গুঞ্জনও শোনা যায়। সম্প্রতি নতুন এক প্রতিবেদনে বলা হয়, রাজকুমার হিরানির একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন বলিউড বাদশা।

এ প্রসঙ্গে একটি সূত্র মিড-ডে পত্রিকায় বলেন, ‘জিরো সিনেমার পর শাহরুখের পরবর্তী সিনেমা ঘোষণার জন্য সবাই অপেক্ষা করছেন। শাহরুখ ও হিরানি গত কয়েক মাস ধরে এ বিষয়ে আলোচনা করছেন। এটি প্রায় চূড়ান্ত। সাধারণত বিধু বিনোদ চোপড়ার সঙ্গে কাজ করেন হিরানি কিন্তু এবার নিজের ব্যানারে কাজ করবেন। এটি রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমা এবং এতে আবেগঘন অনেক বিষয় রয়েছে, বলতে গেলে শাহরুখ যে ঘারনার সিনেমা করেন এটি তেমনই।’

গত ২১ ডিসেম্বর ভারতে ৪ হাজার ৩৮০ ও ভারতের বাইরে ১ হাজার ৫৮৫টি পর্দায় মুক্তি পায় জিরো। সিনেমাটি প্রথম দিন আয় করে ২০.১৪ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষে জিরো সিনেমাটির আয় দাঁড়ায় ৯১.৩১ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্যমতে, ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটির শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আয় ১৮৬ কোটি রুপি।

রাইজিংবিডি

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৬ | শনিবার, ২২ জুন ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com