| মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, ল্যাঙ্কাশায়ার :-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাঃ খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও বিএনপি’র অর্থ-বিষয়ক সম্পাদক আবদুস সালাম সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের এর নিঃশর্ত মুক্তির দাবিতে যুক্তরাজ্য ইস্ট ল্যাঙ্কাশায়ার শাখা বিএনপির উদ্যেগে ১৭ই মার্চ সোমবার স্থানিয় সাগরিকায় এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।
সংগটনের সহ সভাপতি ছইদ আলীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক কবিরুল হক কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন ইস্ট ল্যাঙ্কাশায়ার বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ছাত্র নেতা জমিরুল হক,সহ সভাপতি ফারুক মিয়া,ফংকি মিয়া,বাবুল মিয়া,আফতাব আলী,যুগ্ন সাধারন সম্পাদক ফয়সল আহমেদ মাসুম,মাসুম আহমদ রিপন,আসাদুল হক,যুবদলের যুগ্ন আহ্বায়ক মাহবুব আলী,চমক আলী,আব্দুল চাদ,বারিক মিয়া,যুবদল নেতা মাছুম আহমেদ ,ফাখি মিয়া প্রমুখ ।
বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাঃ খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও বিএনপি’র অর্থ-বিষয়ক সম্পাদক আবদুস সালাম সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের এর নিঃশর্ত মুক্তির দাবি করেন এবং শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার পুর্ণবহালেরও দাবি জানান।
বক্তারা আরো বলেন- দেশ ও জাতি আজ গভীর ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকীর সম্মুখীন, দেশের গণতন্ত্র আজ বিপন্ন, বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার জন্যই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আজ এই চরম নির্যাতন। তাই প্রবাসীরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের জুলুম, নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান ।
Posted ০৫:৫৯ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin