| শনিবার, ০৬ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শহরে কাটাইখানা মোড়ে অবস্থিত আল-আমিন ইলেকট্রনিক্স দোকানের মালিক নুরি কসাই ছেলে মতিয়ার কৌশলে ইয়াবা ব্যবসা করছে। দোকানের আড়ালে ইলেকট্রিক পার্টস এর প্যাকেটে ভরে খুব সহজেই ইয়াবা লেনদেন করছে নির্দিষ্ট কিছু গ্রাহকের কাছে।
স্থানীয় সুত্রমতে, কালিশংকরপুর জালু কসাই বাড়ির পাশে নুরি কসাই ছেলে মতিয়ারের বাড়ি, দোকান থেকে বাড়ি কাছে হওয়ায় গ্রাহকদের সুযোগমত বাড়ি থেকে বা দোকান থেকে ইয়াবা দিচ্ছে বলে জানাজায়। অনেক সময় দোকানে বা বাড়িতে সুযোগ না হলে তার দুই সহযোগী আকিল ও রবিউলকে দিয়ে ইয়াবা লেনদেন করছে।
কুষ্টিয়া শহরে অবস্থিত কাটাইখানার মোড় খুবই গুরুত্বপূর্ণ। এই মোড়ের চারপাশে কুষ্টিয়া সরকারী কলেজ, কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজ, সনোটাওয়ার, বেসরকারি ক্লিনিক, বেসরকারি পলিটেকনিক্যাল কলেজ, ছাত্র-ছাত্রীর হোষ্টেল থাকায় জনবহুল এই এলাকায় খুব সহজেই ছাত্র-ছাত্রী, ব্যাবসায়ী, চাকরিজীবী দের টার্গেট করে জমজমাট ইয়াবা ব্যাবসা চালাচ্ছে।
ইয়াবা ব্যাবসায়ী মতিয়ার স্থানীয়দের সাথে খুব কম লেনদেন করেন। মতিয়ারের ইয়াবা ব্যাবসায় ৭০% কাষ্টমার হচ্ছে বাইরে জেলা, শহর, থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা।
Posted ২০:৩০ | শনিবার, ০৬ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin