রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কিভাবে হিটলারের মৃত্যুর খবর জেনেছিল বিশ্ব

  |   মঙ্গলবার, ২২ মে ২০১৮ | প্রিন্ট

কিভাবে হিটলারের মৃত্যুর খবর জেনেছিল বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক:  দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে বিবিসি মনিটরিংয়ে কাজ করতেন কার্ল লেহম্যান। তার কাজ ছিল জার্মানি এবং তাদের সহযোগী দেশগুলোর রেডিও অনুষ্ঠান শোনা, অনুবাদ করা এবং ব্রিটিশ সরকারকে জানানো। কার্ল লেহম্যান বলেন, ব্রিটেনে আমরাই প্রথম বাসিন্দা, যারা হিটলারের মৃত্যুর এই ঘোষণাটি শুনি। পুরো ভবনের লোকজন আনন্দে চিৎকার করছিল। আমরা বুঝতে পারছিলাম, এই ঘোষণাটি কতটা গুরুত্বপূর্ণ। এর মানে হলো, জার্মানির সঙ্গে যুদ্ধের সমাপ্তি।

হিটলার আর জীবিত নেই- এটা নিঃসন্দেহ হওয়া গেলেও, অনেক পরে জানা গেছে যে তিনি আসলে আত্মহত্যা করেছেন। কার্ল বলছেন, যেভাবে চলে গেছেন বলা হয়েছিল, তার মানে যেন তিনি সরাসরি লড়াই মারা গেছেন- যা ছিল বড় একটি মিথ্যা। তিনি আরো বলেন, তার আত্মহত্যার কথাটি তারা স্বীকার করেনি, কারণ তাহলে সঙ্গে সঙ্গেই সবকিছু শেষ হয়ে যেতো। তবে জার্মানরা তাদের রেডিওতে মৃত্যুর ঘোষণাটি জানিয়েছিল, যা আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছিলাম।

১৯৪৫ সালের ১লা মে। লন্ডন থেকে ৬৫ কিলোমিটার দূরের রিডিংয়ে নিজের ডেস্কে বসে কাজ করছিলেন কার্ল লেহমান। সোভিয়েত সেনাবাহিনী বার্লিনের উপকণ্ঠে পৌঁছে গেছে আর জার্মানির সঙ্গে যুদ্ধও শেষ পর্যায়ে এসে ঠেকেছে। ২৪ বছর বয়সী লেহম্যান রেডিও শুনছিলেন। এ সময় একটি ঘোষণা আসলো যে, শ্রোতাদের একটি গুরুত্বপূর্ণ সংবাদ শোনার জন্য প্রস্তুতি নিতে বলা হচ্ছে।

রেডিওতে কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক সংগীত বাজিয়ে ঘোষণা দিলো, হিটলার মারা গেছেন। সেদিনের সেই ঘোষণাটি মনে করছেন লেহমান, তারা বললো, বলশেভিকদের সঙ্গে লড়াইয়ের সময় তিনি চলে গেছেন। খুবই ভারী কণ্ঠে ওই ঘোষণাটি দেয়া হয়েছিল।

তবে এরপরে আরো অন্তত ছয়দিন পরে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল। ওই ঘোষণায় বার্তা ঘোষক আরো বলেন, উত্তরসূরি হিসাবে কার্ল ডোনিৎজকে মনোনীত করে গেছেন হিটলার।

হিটলারের মৃত্যুর এই ঘোষণাটি দ্রুত অনুবাদ করেন জার্মান মনিটরিং টিমের তত্ত্বাবধায়ক আর্নেস্ট গোমব্রিচ। এক টুকরো কাগজে দ্রুত তিনি সেটি লিখে ফেলেন।এরপর তিনি লন্ডনের ক্যাবিনেট অফিসে ফোন করে সরকারকে বিষয়টি জানান। বিবিসি নিউজ রুমকেও জানানো হয়। এরপরই সারা বিশ্ব সেই খবরটি ছড়িয়ে দেয়া হয়।

কার্ল বলেন,  ইহুদিদের ওপর নাৎসি বাহিনীর নির্যাতন বেড়ে যাওয়ায় নয় বছর আগে তিনি এবং তার ছোট ভাই গেয়গকে জার্মানি থেকে ব্রিটেনে পাঠিয়ে দিয়েছিলেন তাদের বাবা-মা। তাদের বাবা ছিলেন একজন জার্মান ইহুদি। তিনি বলেন, আমি একেবারে স্বস্তি অনুভব করছিলাম, কারণ হিটলার আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। এখন ৯৭ বছর বয়সী কার্ল পরিষ্কার মনে করতে পারেন, ব্রিটেনে পুরো দেশের মানুষ উল্লাস করে উঠেছিল। তার মনে হয়েছিল, এখন তিনি আবার তার বাবা-মাকে দেখতে পাবেন।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৭ | মঙ্গলবার, ২২ মে ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com