| মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | প্রিন্ট
ভারত অধ্যুষিত কাশ্মীরে সকাল থেকে ভারতীয় বাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি অব্যাহত ছিল দেশটির গেরিলা যোদ্ধাদের সঙ্গে। আজ মঙ্গলবার সকাল সাতটার পরে সেনা ও গেরিলাদের মধ্যে গোলাগুলির সূত্রপাত হয়। এ ঘটনায় দুই গেরিলা নিহত ও দুই সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
দেশটির সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে কুন্দলন এলাকায় গেরিলাদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালায় দেশটির সেনাদল। অপরদিকে অভিযানের খবর পেয়ে কুন্দলনে অবস্থানরত গেরিলারা সেনাবাহিনীর উপর গুলি ছোঁড়ে। পরে সেনাবাহিনীও তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে দুই গেরিলা নিহত ও দুই সেনা আহত হয়েছে। সূত্র: ডেইলি পাকিস্তান
Posted ১৫:১৩ | মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain