| বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
চীনের বহুজাতিক বৈদ্যুতিক ও মোবাইল কোম্পানি হুয়াইয়ের একজন জ্যেষ্ঠ নির্বাহীকে আটক করেছে কানাডা। তাকে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে গত ১ ডিসেম্বর আটক করা হয়েছে বলে কানাডার জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে। মার্কিন নিরাপত্তা বাহিনী এখন তাকে হস্তান্তরের আহ্বানও জানাচ্ছে। বিবিসি
হুয়াইয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝোউ কোম্পানিটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই’র মেয়ে। তাকে শুক্রবার জামিন শুনানির জন্য কানাডার আদালতে হাজির করা হচ্ছে। তবে তার বিষয়ে আর কোন বিস্তারিত তথ্য দেয়ার ব্যাপারে আদালত ও মেংয়ের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে বলে একজন মুখপাত্র জানিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারটি গুরুত্ব দেয়া হয়নি কারণ তিনি কোন ভুল করেননি বলে হুয়াই বিশ্বাস করে।
এদিকে মেংকে অন্যায়ভাবে আটক করা হয়েছে দাবি করে শীঘ্রই মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে কানাডার চীনা দূতাবাস। হুয়াইয়ের এই নির্বাহীকে আটক করার মধ্যদিয়ে ওয়াশিংটনের সাথে আবারো উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে চীন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে।
Posted ১৩:২১ | বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain