| সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
কাতারে সকালে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যমে দিনের কাজক্রম শুরু হয়। পরে বিজয় দিবসের আলোচনা সভা করা হয়, রাষ্ট্রপতির বাণী পাঠ করে শুনান কাতারস্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনান দূতাবাসের কাউন্সিলর মোঃ নাছির উদ্দীন, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শুনান প্রথম সচিব মোঃ সফিউল আজিম ।
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার এর সভাপতিত্বে ও দূতাবাসের কাউন্সিলর মোঃ নাছির উদ্দীন এর পরিচালনায়।
সভায় বক্তব্য রাখেন, দূতাবাসের ৩য় সচিব নাজমুল হক, আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি ওমর ফারুক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও চট্রগ্রাম সমিতি কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, যুবলীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম প্রধান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এটিএম জি মোস্তফা, কমিউনিটির প্রবীণ নেতা এয়াকুব খান, কমিউনিটির নেতা নজরুল ইসলাম, কমিউনিটির নেতা মুখলেছুর রহমান, বি এন পি কাতার শাখার নেতা সিরাজুল ইসলাম মোল্লা, আওয়ামী লীগ কাতার শাখার নেতা সামসুদ্দীন মণ্ডল, বঙ্গবন্দু পরিষদ কাতার শাখার সহ-সভাপতি ইসমাইল মিয়া, জাসদ কাতার শাখার সভাপতি ইসমাইল হোসেন, প্রমুখ ।
এছাড়া অনুষ্ঠানে কাতারের বিভিন্ন রাজনীতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ২৩:৫৫ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin