নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি ৬০ টাকা, সপ্তাহের শেষে এক লাফে দ্বিগুণ মূল্য বেড়ে এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।
আজ রাজধানীর রামপুরা, শান্তিনগর ও মালিবাগ কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
হঠাৎ কাঁচামরিচের দাম দ্বিগুণ বাড়ল কেন, এ বিষয়ে খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে কাঁচামরিচের যোগান কম থাকায় হঠাৎ দাম বেড়ে গেছে।
এদিকে কাঁচামরিচের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক আখ্যা দিয়ে ক্রেতাদের অভিযোগ, সপ্তাহের শুরুতে যেখানে ৫০-৬০ তাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হয়েছে সেখানে সপ্তাহের শেষে একলাফে দাম কীভাবে দ্বিগুণ হলো।
মগবাজার এলাকার ক্রেতা মমিনুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা কারসাজি করে আমাদের নয়-ছয় বুঝ দেয়। কাঁচামরিচ ডিসেম্বরে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
মগবাজারের দিলু রোডে ভ্রম্যমাণ দোকানি জুয়েল রানা বলেন, আমরা সবজি ব্যবসায়ীরা অনেক বিপদে আছি। একটার দাম কমলে আরেকটার দাম বেড়ে যায়। আমাদের কিছু করার নেই। আর কাঁচাবাজারে প্রতিদিনই সবজির দাম উঠানামা করে। সকালে বাড়লে সন্ধ্যায় কমে। এক সপ্তাহ আগে কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করেছি। কিন্তু এখন ১০০-১২০ টাকায় বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে।
রামুপুরা কাঁচাবাজার এলাকার বিক্রেতা জালাল মিয়া বলেন, উৎপান কম হওয়ায় দাম বেড়েছে।
Posted ১৩:০৯ | শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain