| শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মাধবপুর প্রতিনিধিঃ সৈয়দ সঈদ উদ্দীন বিশ্ববিদ্যালয় কলেজের বি এ অনার্স এর ছাত্রী কবি তামান্না রসুলকে সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কবি সংসদ (বা.ক.স) কলকাতা শাখা কর্তৃক “একাকী রাতের সাথে কথা হলো কাল” কবিতায় সেরা হওয়ায় সম্মাননা প্রত্র প্রদান করা হয়। গত ৭জানুয়ারি বাংলাদেশ কবি সংসদ কলিকাতা শাখার সভাপতি লেখক তপু রায়হান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন কর্তৃক স্বাক্ষরিত তামান্না রসুলের নামে প্রেরিত সম্মাননা পত্রের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
তার পিতা নোয়াপাড়াস্থ্য সফকো স্পিনিং মিলস লিমিটেডের উৎপাদন কর্মকর্তা আমানার রসুল, মাতা: মেহেরুন্নেছা নিলুফা, তার জন্মস্থান বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী গুনিয়াউক জমিদার বাড়ী। তামান্না ভবিষ্যতে সাহিত্যিক হতে আগ্রহী। সে সকলের দোয়া প্রার্থী।
Posted ১২:৫৬ | শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin