| সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
জেনেভা: ইউরোপীয় কাব ফুটবলের সর্বোচ্চ আসরের নকআউটের ড্র ফাইনালেই আগেই বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছে ভক্তদের। টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনাকে নকআউটের প্রথম রাউন্ডেই দিতে হবে কঠিন পরীক্ষা।
স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার শেষ ষোলোর প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বর্তমান ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখও ড্র’তে পেয়েছে কঠিন প্রতিদ্বন্দ্বি। দুই লেগের শেষ ষোলোয় বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে মোকাবেলা করবে বেভারিয়ানরা।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় নক আউটের ড্র’ শেষে নির্ধারিত হয় টুর্নামেন্টে টিকে থাকা ১৬ দলের নকআউটের ফিকশ্চার।
নকআউটে বার্সা কঠিন প্রতিপক্ষ পেলেও স্পেনের আরেক দল রিয়াল মাদ্রিদ পেয়েছে তুলনামুলক সহজ প্রতিপক্ষ। জার্মানির মধ্যম সারির দল শালকে জিরো ফোরের বিপক্ষে খেলবে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নেরা।
এদিকে, ইংলিশ জায়ান্ট চেলসি, ম্যানইউ, ইতালির এসি মিলান, ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই ও গতবারের রানর্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডও শেষ ষোলোয় পেয়েছে সহজ প্রতিপক্ষ।
চেলসি খেলবে তুরস্কের দল গ্যালাতাসারের বিপক্ষে। গ্রিসের অলিম্পিয়াকোস লড়বে ম্যানইউর বিপক্ষে। প্যারিস সেন্ট জার্মেই লড়বে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে। কিছুটা হলেও বিপাকে পড়েছে এসি মিলান।স্পেনের লড়াকু দল অ্যাথলেটিকো মাদ্রিদকে সামলাতে হবে মিলানকে। বরুসিয়া ডর্টমুন্ড খেলবে রাশান দল সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে।
গ্রুপ পর্বের লড়াইয়ে নিজনিজ গ্রুপে রানার্স-আপ দলগুলো শেষ ষোলোর প্রথম লেগ খেলবে নিজেদের মাঠে। ১৮ ও ২৬ ফেব্রুয়ারি দুই ম্যাচ ডে’র দিনে হবে নকআউটের প্রথম রাউন্ডের ৮টি প্রথম লেগের ম্যাচ। ফিরতি লেগে মার্চের ১২ ও ১৮ তারিখে দলদুলো মুখোমুখি হবে।
শেষ ষোলোর ফিকশ্চার : (ডান পাশে গ্রুপ চ্যাম্পিয়নরা)
ম্যানচেস্টার সিটি-বার্সেলোনা
অলিম্পিয়াকোস-ম্যানইউ
এসি মিলান-অ্যাথলেটিকো মাদ্রিদ
বেয়ার লেভারকুসেন-প্যারিস সেন্ট জার্মেই
গ্যালাতাসারে-চেলসি
শালকে-রিয়াল মাদ্রিদ
জেনিত পিটার্সবার্গ-বরুসিয়া ডর্টমুন্ড
আর্সেনাল-বায়ার্ন মিউনিখ।
Posted ২৩:৩৮ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin