নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট
কক্সবাজার-চট্টগ্রাম রুটে আবারও চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন। আজ রবিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে পরদিন চট্টগ্রাম থেকে রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ২২ আগস্ট থেকে ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিলো কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেনও। তিনদিন পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল চালু হলেও বন্ধ থাকবে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন।
গত ৮ এপ্রিল ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে শুরু হয়েছিলো ঈদ স্পেশাল ট্রেন। বাসের তুলনায় দাম ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠে এ ট্রেনটি।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানান, শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে।
Posted ০৬:৫২ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain