| শুক্রবার, ০৮ মার্চ ২০১৯ | প্রিন্ট
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিরোধী দল জাতীয় কংগ্রেস। ওই তালিকায় নাম রয়েছে উত্তর প্রদেশের ১১ জন এবং গুজরাটের চারজন প্রার্থীর। তবে ১৫ জনের এ তালিকায় নাম নেই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের।
উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির জোটে না গিয়ে সেখানে একা লড়তেই প্রার্থী ঘোষনা করলো কংগ্রেস।
কংগ্রেসের ঘোষিত প্রথম এই প্রার্থী তালিকায় নাম রয়েছে দলের সভাপতি রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধীর। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার বর্তমান আসন উত্তর প্রদেশের অমেঠি থেকেই লড়াই করবেন। তার মা তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও লড়াই করবেন তার কেন্দ্র রায়বরেলি থেকে। গত ২০০৪ সাল থেকে যে কেন্দ্র থেকে জিতে আসছেন তিনি।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে অমেঠি ও রায়বরেলি এই দুই আসন থেকেই জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থীরা। তবে কংগ্রসের অন্দরে জল্পনা থাকলেও প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কা গান্ধীর। ফলে প্রিয়াঙ্কার প্রার্থী হওয়া নিয়ে বাড়ছে সংশয়।
রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে, প্রিয়াঙ্কা গান্ধী এবার তার মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলি থেকে লড়াই করতে পারেন। এর আগে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রায়বরেলি ও অমেঠিতে তিনি কেবল মা সোনিয়া গান্ধী ও বড় ভাই রাহুলের জন্য প্রচার চালিয়েছেন।
গত জানুয়ারি মাসে প্রত্যক্ষ রাজনীতিতে নাম লিখিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। দলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি দেওয়া হয় উত্তর প্রদেশের বিশেষ দায়িত্ব।
আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সপা (সমাজবাদী পার্টি)-বসপা (বহুজন সমাজবাদী পার্টি) জোট হলেও সেই জোটে নাম না লিখিয়ে প্রাথমিকভাবে ১১টি আসনে প্রার্থী তালিকা ঘোষনা করলো কংগ্রেস।
সোনিয়া-রাহুলের পাশাপাশি প্রথম তালিকায় জিতিন প্রসাদ, সালমন খুরশিদ ও আরপিএন সিংয়ের মতো সাবেক কেন্দ্রীয় মন্ত্রীদের নাম রয়েছে।
উত্তর প্রদেশের পাশাপাশি গুজরাটের চারটি আসনে প্রার্থী ঘোষনা করেছে কংগ্রেস। গুজরাটের আমেদাবাদ পশ্চিম, আনন্দ, ভদোদারা এবং ছোটা উদয়পুর আসনে প্রার্থীর নাম ঘোষনা করেছে কংগ্রেস।
Posted ১৫:৪২ | শুক্রবার, ০৮ মার্চ ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain