| মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, লন্ডন : গত ২০ এপ্রিল রবিবার জমিয়তে উলামা ইউ,কে ওয়েস্ট লন্ডন শাখার উদ্যোগে শাখা সভাপতি মাওলানা শরীফ খান এর সভাপতিত্বে, এবং মাওলানা শামছুল ইসলাম এর পরিচালনায় এক শানে রাসুল (সঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার মহাদ্দিস জমিয়ত নেতা মাওলানা বশীর আহমদ হায়দরপুরী, বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামা ইউ,কে ‘র সহ সভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম, জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ, মুফতি নুমান সিদ্দিকী,ইউ,কে জমিয়তের সহ সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ, ট্রেজারার হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী প্রমুখ ।
সম্মেলনে বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মহানবী (সঃ) র সীরাত চর্চা সময়ের সবচে বড় দাবি। নতুন সৃষ্ট মানব সমস্যা সমুহের সমাধান কল্পে প্রীয় নবীর পবিত্র সিরাত সর্ব যুগের ন্যায় আজকের প্রেক্ষাপঠে ও যে সম্পূর্ণ উপযোগী,কার্য্যকর ও ফলপ্রসূ ,তা মৌখিক ও কার্যতঃ প্রমান করা মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সভায় বক্তাগণ আর ও বলেন মহানবীর সুন্নত ও জীবনাদর্শ কে ব্যাক্তি জীবন থেকে শূরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করা আমাদের অপরিহার্য কর্তব্য। এ কর্তব্য পালনে উপমহাদেশের প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামা ‘বর্তমান সময়ে নতুন শক্তি ও প্রত্যয়ে সর্বত্র সাড়া জাগানো খেদমত আঞ্জাম দিচ্ছে। এ জন্য সর্বস্তরের মুসলমানদের উচিৎ জমিয়তের হাত কে শক্তিশালী করা ও জমিয়তের কর্মসূচী সমুহ কে সম্মুখপানে নিয়ে যাওয়া।
Posted ১২:৪৫ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin