| শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
কলম্বিয়ান গায়িকা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ উন্মাদনার পর এবার বিশ্বকাপ মাতাতে আসছে ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওলা ওলা’ (উই আর ওয়ান)।
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল সংগীতে পারফর্ম করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্টেজ শো পারফরমার পিটবুল, হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ এবং ব্রাজিলের হার্টথ্রব গায়িকা ক্লদিয়া লেইটি। এছাড়া চলতি বছরের ১২ জুন ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী দিনে সাও পাওলোতে স্টেজ শোতেও অংশগ্রহণ করবেন লেইটি। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, বার্সেলোনা ও স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকের বাহুলগ্না শাকিরা গেল ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ওয়াকা ওয়াকার ছন্দে বিশ্ব মাতিয়েছিলেন। কিন্তু এবার নিজের মহাদেশের বিশ্বকাপে তাকে ডাকেনি আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
Posted ১৩:৪৩ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin