সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ওল্ডহ্যামের কোল্ডহার্ষ্ট ওয়ার্ডে লেবার দলীয় কাউন্সিলর প্রাথী আঃ মালিকের নির্বাচনী জনসভা

  |   বুধবার, ০৭ মে ২০১৪ | প্রিন্ট

labour press photo 3

মওদুদ আহমেদ, ওল্ডহ্যাম থেকে :  যুক্তরাজ্যের ওল্ডহ্যামের কোল্ডহার্ষ্ট অয়ার্ড মুলত বাঙ্গালী অধ্যুষিত , সেই সুবাধে সবকটি দল বাঙালি প্রার্থীকেই মনোনয়ন প্রদানে স্বাচ্ছন্দ্যবোধ করে । তবে এবারে লিব ডেম এবং কনজারভেটিব দলে রয়েছেন শেতাঙ্গ প্রার্থী।  বাংলাদেশী অধ্যুষিত এই ওয়ার্ডে ইলেকশন মানেই উৎসব । তবে এবারে কোল্ডহার্ষ্টে সেই উৎসাহ উদ্দীপনা  সমর্থক ও ভোটারদের মধ্যে তেমন একটা নেই বললেই চলে।

লেবার দলীয়  প্রার্থী কাউন্সিলর আঃ মালিক তাঁর দলের নির্বাচনী ইশ্তেহার জন সম্মুখে তুলে ধরতে স্থানীয় জনসাধারন ও সাংবাদিকদের উপস্থিতে এক সভার আহব্বান করেন গত সোমবার ওল্ডহ্যামের স্থানীয় অ,বি,এ মিলেনিয়াম সেন্টারে , স্থানীয় লেবার দলীয় সেক্রেটারি নুর উল্লাহ সঞ্চালনায় এবং  চেয়ার আঃ আজিজের সভাপতিত্বে  বক্তব্য রাখেন  ওল্ডহ্যাম বারা কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর আঃ জব্বার, ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে লেবার দলীয় প্রার্থী  আফজাল খান, কাউন্সিলর মন্তাজ আলী আযাদ ।

বক্তারা বিগত দিনে লেবারের সাফল্য তুলে ধরতে গিয়ে বলেন টোরি দলের বাজেট কর্তনের পরেও স্থানীয় ওল্ডহ্যাম বারায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে আবাসন সমস্যা নিরসনে নতুন ঘর নির্মান, আলি গেইট, নতুন ষ্ট্রীট লাইট, মেট্রো লিংক, বেরীজ পার্কে ৮০ হাজার পাউন্ড ব্যায়ে শিশু কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থা। এছাড়া কোল্ডহার্ষ্ট অয়ার্ডে নতুন প্রাইমারী স্কুল নির্মানের কাজ ও হাতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য  কোল্ডহার্ষ্ট অয়ার্ডের অন্যান্য প্রার্থীরা হলেন কনজারভেটিব থেকে শন কেরলি, লিব ডেম থেকে কিথ পেন্ডেলবারি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন জনসেবা পত্রিকার সম্পাদক মো শাহিদ মিয়া।

লেবার দলের নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আলহাজ তৈয়ব আলি, হাজি মোক্তার আলী, আঃ মতিন, লিটন আহমেদ, মদরিছ আলি, মোহন আলী, শানুর আলী, ছমরু মিয়া, ছইল মিয়া, মইনুল ইসলাম, মহসিন উদ্দিন, হাবিবুর রহমান সানাওর, সফিক মিয়া, প্রমুখ।

ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জুনেদ আহমেদ, সৈয়দ সাদেক আহমেদ, দিলওয়ার হোসেন শিবলী, মওদুদ আহমেদ, তকলিছ মিয়া প্রমুখ ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৯ | বুধবার, ০৭ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com