| বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
১০ এপ্রিল: নিজের ওজন কমাতে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন এক যুবক। তাঁর নাম সাইফুদ্দিন মাহমুদ। পেশিবহুল সুঠাম চেহারা লাভের জন্য দিন-রাত চলত শরীর চর্চা। ওজন কমাতে করিয়েছিলেন অস্ত্রোপচারও। কয়েক দিনের মধ্যেই ওই যুবক প্রায় ২২ কেজি ওজন কমিয়েও ফেলেন। কিন্তু ওজন কমানোর নিয়ে আসে পরিণাম মৃত্যু। পুলিশ জানিয়েছে, সাইফুদ্দিন বুধবার একটি নার্সিংহোমে অস্ত্রোপচার করান। চিকিৎসার ভাষায় একে বলে লাইপোসাকশন। ২২ কেজি ওজন কমান তিনি। তবে এক ধাক্কায় এত বেশি ওজন কমানোর ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করছে পুলিশ।
পার্ক স্ট্রিটের একটি হোটেলের ঘর থেকে উক্ত বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে পার্ক স্ট্রিটের ডি কে ইন্টারন্যাশনাল নামে একটি অভিজাত হোটেলের বন্ধ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করেন ওই হোটেলের কর্মীরা। তারপর খবর দেওয়া হয় পার্ক স্ট্রিট থানার পুলিশকে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। যদিও জানা যায় ওই ব্যক্তি বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন নিজের ওজন কমানোর জন্য। বুধবার দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারি নার্সিংহোমে অস্ত্রোপচার করান তিনি।
তার পরের দিনই তাঁর মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই রহস্য ঘনিয়েছে। পুলিশ ওই নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রহস্য উদঘাটনের চেষ্টা করছে। খবর দেওয়া হয়েছে ওই ব্যক্তির পরিবারকে। বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্হা নেওয়ার আবেদন জানিয়েছে সেখানকার পুলিশ। কলকাতার ডিসি (দক্ষিণ) মুরলীধর শর্মা জানিয়েছেন, “এখনো এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ওজন কমানোর জন্যই তাঁর মৃত্যু হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।”
Posted ১০:২০ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin