| বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ বিসিবি সেলিব্রেটি কনসার্ট হবে এটা চাননি ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেলিব্রেটি অনুষ্ঠান শুরুর আগে প্রেসবক্সে এসে সাংবাদিকদের এমন কথাই জানালেন তিনি।
আরিফ খান জয় বলেন, ‘আমি এই স্টেডিয়ামে কোনো উদ্বোধনী অনুষ্ঠান চাইনি। আমার খেলা (ফুটবল) বন্ধ করে মাঠে অনুষ্ঠানের পক্ষে আমি ছিলাম না। কিন্তু আমি মন্ত্রী হওয়ার আগেই এটা চূড়ান্ত হয়েছে তাই অনুষ্ঠান ঠেকাতে পারিনি। ফুটবলকে একমাস বন্ধ রেখে আমি এ অনুষ্ঠান কোনোভাবেই হতে দিতাম না।’
অনুষ্ঠানে সাংবাদিকদের বসার ব্যবস্থা না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টা জানি না। আমার দায়িত্ব সবেমাত্র শুরু হয়েছে। আমি কিছুই করতে পারছি না।’
তিনি উল্টো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকদের বসার ব্যবস্থা না করতে পারলে তাদের আনার কী দরকার ছিল?’
তিনি আবার বলেন, ‘দেখুন সত্যি বলতে গেলে আমি এই স্টেডিয়ামে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হওক এটা চাইনি। আমি বাধা দিয়েছি কিন্তু ঠেকাতে পারিনি। এই অনুষ্ঠানের কারণে একমাস ধরে কোনো ফুটবল ম্যাচ হচ্ছে না। আমার ১৫টি ইভেন্ট বন্ধ হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি আগামীতে আর কোনো অনুষ্ঠান এই মাঠে করতে দেয়া হবে না। আপাতত একটু কষ্ট করে ম্যানেজ করে নিন।’
Posted ১৪:২৪ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin