| রবিবার, ০৬ মে ২০১৮ | প্রিন্ট
মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এ বছর সারাদেশে পাশের হার ৭৭.৭৭ শতাংশ। পাশাপাশি সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯।
রোববার সকাল ১০টায় গণভবনে মন্ত্রণালয়ের সচিবসহ সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তবে এবার পাশের হার কমেছে ২.৫৮ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭৫.৫০ শতাংশ, গতবারের চেয়ে কমেছে ৮.৪৯ শতাংশ। সিলেটে পাশের হার ৭০.৪২ শতাংশ, যেটা গতবারের চেয়ে কমেছে ৯.৮৪ শতাংশ।
এই ফলাফল অনলাইনে পাওয়া যাবে দুপুর ২টা থেকে।
আর মাদ্রারাসা বোর্ডে পাশের হার ৭০.৮৯ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাশের হার ৭১.৯৬ শতাংশ।
চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। গত বছর এসএসসি পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ছিলো ৮০ দশমিক ৩৫ শতাংশ।
এর মধ্যে পাসের হার সবচেয়ে বেশি ছিল রাজশাহী আর সবচেয়ে কম পাসের হার ছিল কুমিল্লাতে।
এবারও শিক্ষার্থীরা মুঠোফোন, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে। গত পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা শেষ হয় ২৫শে ফেব্রুয়ারি।
Posted ১২:৫৯ | রবিবার, ০৬ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain