| মঙ্গলবার, ০৬ মে ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : গত সোমবার দুপুর ২টায় বার্মিংহামের স্মলহিথস্থ স্থানীয় একটি সেমিনার হলে একটি আশা একটি প্রাপ্তি নবীগঞ্জের ১৩টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গ্যাস চাই এই দাবি আদায়ে লক্ষ্যে “প্রবাসী নবীগঞ্জবাসী’র” এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাংবাদিক নাসির আহমদ শ্যামলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ আবেদ আলী, চত্তার মিয়া, শেখ আব্দুল গফুর, কামরুল হাসান চুন্নু, কমিউনিটি নেতা আলী হায়দার, আবু ইউসুফ চৌধুরী, ফয়সল চৌধুরী, মইনুল ইসলাম, ডাঃ খায়রুল ইসলাম হেলাল, হুমায়ূন কবীর চৌধুরী, মইনুল আমীন বুলবুল, কুতুব আফতাব, ইফতেখার আলম, আলী আহমদ মুছা, তমিম চৌধুরী, গোলাম কিবরিয়া, আকিকুর রহমান, শামসুল হক সহ আরো অনেকে ।
সভার সর্ব সম্মতিক্রমে আগামী দিনের কার্যক্রম পরিচালনা করার জন্য নাসির আহমেদ ( শ্যামল )কে আহবায়ক ও কুতুব আফতাবকে যুগ্ম আহবায়ক করে একটি ৮ সদস্যের আহবায়ক কমিটি করা হয় ।
Posted ১২:২৩ | মঙ্গলবার, ০৬ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin