সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এম এ মান্নান অর্থ প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের বার্মিংহামে জগন্নাথপুর উপজেলা কল্যান সমিতির আনন্দ সভা অনুষ্ঠিত

  |   রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

Jogonnathpor

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : এম এ মান্নান এম,পি বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় বার্মিংহামে জগন্নাথপুর উপজেলা কল্যান সমিতি এক আনন্দ সভার  আয়োজন করে ।

গত ২৬শে জানুয়ারী রবিবার দুপুর ২টায় যুক্তরাজ্যের বার্মিংহামের কভিন্ট্রি রোডস্থ স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি আকমল খানের সভাপতিত্বে ও সাংবাদিক মিহির মোহনের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী আছকির মিয়া ।

এম এ মান্নানকে অর্থ প্রতিমন্ত্রী করায় মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে  বক্তারা বলেন, এম এ মান্নান ভাটি বাংলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন এবং অবহেলিত জগন্নাথপুর তথা দক্ষিণ সুনামগঞ্জকে মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলবেন ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা বাম্বুল মিয়া এমবিই, বিশিষ্ট মুরব্বী মিসির আলী, ভাটি বাংলার নেতা ও স্বদেশ নিউজ পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি, প্রগতিশীল ব্যক্তিত্ব বার্মিংহাম আওয়ামী লীগের  সিনিয়র সহ-সভাপতি , বিশিষ্ট ব্যবসায়ী বশির মিয়া কাদির, বিশিষ্ট মুরব্বী আপ্তাব মিয়া, বিশিষ্ট মুরব্বী সমিতির কোষাধ্যক্ষ সৈয়দ লুৎফুর রহমান, রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা ও প্রগতিশীল ছাত্র রাজনীতির বাহক, গোলাপগঞ্জ ডেভেলাপমেন্ট ট্রাষ্ট্রের সাধারণ সম্পাদক, মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অনলবর্ষী  বক্তা ও বিশিষ্ট উপস্থাপক নুরুল ইসলাম বেলাল,  মিডল্যান্ডস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাষ্টিস ফর জেনোসাইড মিডল্যান্ডস এর সাধারণ সম্পাদক, জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির সম্মাণিত সহ-সভাপতি হিরণ মিয়া, রাজনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি- বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিছলু, বিশিষ্ট কমিউনিটি নেতা কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন মিডল্যান্ডস ছাত্রলীগের সভাপতি এস.এম তাজুল ইসলাম, মোজ্জামেল হোসেন খান, রইছ আলী, যুবলীগ নেতা শায়েখ আহমদ, বামিংহাম যুবলীগ সভাপতি ও ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রাথী জয়নাল আবেদীন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইটালী আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন শামীম, মিডল্যান্ডস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কয়েস উদ্দিন প্রমুখ। মিডল্যান্ডস আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও  বিশিষ্ট শিক্ষানুরাগী প্রগতিশীল নেতা আবুল হোসেন , বিশিষ্ট রাজনৈতিক নেতা ও মিডল্যান্ডস আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াসীজ্জামান প্রমুখ ।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আজহারুল হক শিশু, সন্ধানী নাট্যচক্রের সভাপতি জয়দেব দুলু, কালের প্রহরী সম্পাদক জহিরুল ইসলাম ফরহাদ, চ্যানেল এস প্রতিনিধি খালেদ আহমদ, যুক্তরাজ্য যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবু আম্বিয়া । স্বদেশ নিউজ পত্রিকার বিজ্ঞাপন ব্যবস্থাপক আব্দুল লতিফ, আকতার আহমদ, সানু মিয়া খান প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:১৩ | রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com