| রবিবার, ০৭ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৬৮ জন ভর্তিচ্ছু নির্বাচিত হয়েছেন। আর অপেক্ষমান রাখা হয়েছে ৫০০ জনকে।রোববার এ ফল প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (০৫ অক্টোবর) দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে আবেদনকারী ৬৫ হাজার ৯১৯ জন হলেও পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ২৬ জন পরীক্ষার্থী। স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ভর্তি নেওয়া হয়। এর মধ্যে পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ ও সর্বনিম্ন ৫৭।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ৯৬৮ জন শিক্ষার্থী।
Posted ১৫:০৬ | রবিবার, ০৭ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain