| মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি, পাঁচবারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাটের মোরেলগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ কাপুরিয়া সড়কে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
মরহুম ডা. মোজাম্মেল হোসেনের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন তার একমাত্র সন্তান খুলনা বিশ্বদ্যিালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মাহমুদ হাসান, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম.এদাদুল হক, পৌর আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র এ্যাডভোকেট মো. মনিরুল হক তালুকদার, উপজেলা মহিলা লীগ সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজবিন নাহার।
ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদার ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদের যৌথ পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে শফিকুর রহমান লাল, জাহাঙ্গীর আলম বাদশা, ডা. আকরামুজ্জামান, মো. রেজাউল করিম নান্না, মাষ্টার আবুল খায়ের, আ. রহিম বাচ্চু, বলইবনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খ,ম লুৎফর রহমান, মোর্শেদা আক্তার প্রমূখ।
আলোচনা শেষে বিকেল ৩ টায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মতিউর রহমান। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
Posted ১৮:৫২ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum