বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার প্রশিক্ষণার্থী ২৫ এএসপিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

এবার প্রশিক্ষণার্থী ২৫ এএসপিকে শোকজ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় এবার ২৫ প্রশিক্ষণার্থী এএসপিকে শোকজ করা হয়েছে। রবিবার ২৫ জনের নামে শোকজের চিঠি ইস্যু করা হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) তানভীর সালেহীন ইমন।

 

এর আগে ৬২ জন প্রশিক্ষার্থী এএসপি এবং ২৫২ জন এসআইকে শোকজ করে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে নাস্তা না খেয়ে হৈ চৈ করার অভিযোগ নিয়ে আসা হয়েছিল।

রবিবার ২৫ জনকে দেওয়া শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকালের সেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যারেড চালু হওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সিএএসআই কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে দৌঁড়ের নির্দেশ দিলে আপনি আরও কয়েকজনের সঙ্গে যোগসাজস করে দৌঁড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করেন।

 

আপনাদের কারণে মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থীগণ সঠিকভাবে দৌঁড়াতে পারছিল না। আপনাকে বার বার দৌঁড়ানোর কথা বলা হলেও আপনি তার কথায় কর্ণপাত না করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা শুরু করেন। আপনিসহ আপনার অন্যান্য সহযোগিদের এরূপ কর্মকাণ্ডের ফলে মাঠে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। একজন প্রশিক্ষণরত এএসপি (প্রবেশনার) হিসেবে আপনার এরূপ আচরণ ও কার্যকলাপ মাঠের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করে এবং মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

 

কেনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী তিন দিনের মধ্যে পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) তানভীর সালেহীন ইমন বরাবর লিখিতভাবে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি ইস্যুর বিষয়টি স্বীকার করলেও এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) তানভীর সালেহীন ইমন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২৩ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com