| বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯ | প্রিন্ট
ভারত নিয়ন্ত্রিত জম্মু উপত্যকা আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল। জম্মুর একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
বাসস্ট্যান্ডে হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলওয়ামা হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীর রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে। এর মধ্যে এই হামলায় নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের আধা-সামরিক বাহিনীর কমপক্ষে ৪০ সদস্য নিহত হয়।
পুলিশ জানিয়েছে, শহরের কেন্দ্রে অবস্থিত ওই বাসস্ট্যান্ডের একটি বাসের নিচে গ্রেনেডটি রাখা হয়েছিল। এতে বিস্ফোরণ ঘটায় সেখানে থাকা বেশ কয়েকজন বাস চালক এবং কন্ডাকটর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণের সময় বাসটির ভেতরে কেউ ছিল কিনা তা এখনও পরিষ্কার নয়।
পুলিশের ঊর্ধ্বত কর্মকর্তা মনিস কুমার সিনহা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের আগে পার্ক করা একটি বাসের নিচে ওই গ্রেনেডটি রেখে দেয়া হয়েছিল।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। প্রথমে সবাই ভেবেছিল গাড়ির টায়ারে বিস্ফোরণ হয়েছে। স্থানীয়রাই অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে গেছেন।
বিডি-প্রতিদিন
Posted ১৫:৩৫ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain