| শুক্রবার, ০১ জুন ২০১৮ | প্রিন্ট
এবার দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীনা কৃত্রিম দ্বীপটি দ্বীপটি দখলে নেয়ার হুমকি দিল যুক্তরাষ্ট। এটি দখলে নেয়ার সব ধরণের সক্ষমতা দেশটির আছে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন লেফটেন্যান্ট জেনারেল কিনিথ মেককেনজাই। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে বলে বলেও দাবি করেছে মার্কিন যৌথ বাহিনীর এ পরিচালক। তারা এর আগেও এমন ছোট ছোট অনেক দ্বীপ দখলে নিয়েছে বলেও অভিজ্ঞতা ব্যক্ত করেছে এ জেনারেল।
বৃহস্পতিবার মেককেনজাই এক বিবৃতিতে জানান, চীনের এমন একটি ছোট্ট দ্বীপ দখল করার সকল ক্ষমতাই যুক্তরাষ্ট্রের রয়েছে। দ্বীপটিতে চীনের সামরিক প্রস্ততি নেয়ারও অভিযোগ করা হয়েছে তার বিবৃতিতে। এমন কি মার্কিন নীতির বিরুদ্ধে গিয়ে তারা উত্তর কোরিয়াকেও সাহায্য করছে বলে তিনি সাংবাদিকদের জানান। তার হুঁশিয়ারিটি এমন একটি সময় এল যখন যুক্তরাষ্ট্র বিতর্কিত এ অঞ্চলটিতে চীনের অবস্থান নিয়ে প্রায়শই তর্জন-গর্জন করে আসছে।
উল্লেখ্য, বিতর্কিত এ দ্বীপটিতে চীনের অবস্থানের ওপর নজর রাখতে ইতোমধ্যেই দুটি যুদ্ধজাহাজ প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র। তাদের জাহাজগুলো অন্তত ১২নটিক্যাল মাইলের মধ্যে টহল অব্যাহত রেখেছে বলে জানিয়েছে মার্কিন এ জেনারেল। সিএনএন
Posted ১২:৩৬ | শুক্রবার, ০১ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain