| মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
গত বছরের মতো চলতি বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপণ শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সার্বিক প্রস্তুতি রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আশা করছি যে সময়ের মধ্যে রুটিন প্রকাশ করা হয়েছে, সময়মতো সব পরীক্ষা সম্পন্ন করা যাবে।
প্রতিবছর নভেম্বর মাসে জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরও এই পরীক্ষা হয়নি। তখন পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল।
Posted ১৫:৫৮ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain