| রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
নতুন একটি ওয়েব ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিন লাক্স সুন্দরী। তাঁরা হলেন ২০০৬ ও ২০০৭ সালের চ্যাম্পিয়ন যথাক্রমে জাকিয়া বারী মম ও বিদ্যা সিনহা মিম এবং এ বছরের চ্যাম্পিয়ন মিম মানতাসা। তিনজনকে নিয়ে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের সাত পর্বের ওয়েব ধারাবাহিক নির্মাণ করছেন অনিমেষ আইচ। লাক্স অরিজিনাল সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে গুড কোম্পানি। প্রতিষ্ঠানটির হেড অব কনটেন্ট মারুফ রেহমান জানান, গতকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন তাহসান খান ও শহীদুজ্জামান সেলিম। আগামীকাল থেকে শুটিংয়ে যোগ দেবেন লাক্স তারকারা। গতকাল শুটিং চলেছে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে বাতিঘরে, হাতিরপুল বাজার, কড়াইল বস্তি এবং মালিবাগের একটি হোটেলে।
শুধু লাক্স সুপারস্টাররাই নন, এই ধারাবাহিকে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও তারিক আনাম খান। আছেন মুমতাহিনা টয়া, সামিয়া অথইসহ অনেকেই। ধারাবাহিকটির মূল ভাবনা মারুফ রেহমানের। চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ। গল্প প্রসঙ্গে অনিমেষ আইচ বলেন, ‘পুরোপুরি থ্রিলার গল্প। অপরাধজগতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি।’
অনিমেষ আইচ জানান, প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের। রোমাঞ্চকর ঘটনায় ভরপুর থাকবে একেকটি পর্ব। ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম। তিনি বলেন, ‘চিত্রনাট্য হাতে পেয়েছি। গল্পটি ভালো লাগার কারণে হ্যাঁ বলেছি। আগামীকাল সোমবার থেকে শুটিং শুরু করব।’
গতকাল সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে কথা হলো এবারের লাক্স সুপারস্টার মিম মানতাসার সঙ্গে। বললেন, ‘আগামীকাল (আজ) থেকে আমি শুটিং শুরু করব। এখন আর কিছু বলতে চাই না। চমক হিসেবে থাকুক।’
সিরিজটি কোন প্ল্যাটফর্মে দেখানো হবে, এখনো চূড়ান্ত হয়নি। নির্মাণের পরপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মারুফ রেহমান। প্রথম আলো
Posted ১২:৪৩ | রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain