| শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ৭ মার্চ : নিজের সলো অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাঁপা। প্রায় এক দশক পর তিনি তার সলো নিয়ে শ্রোতাদের সামনে উপস্থিত হতে যাচ্ছেন।
আসছে রোজার ঈদে লেজার ভিশন থেকে অ্যালবামটি বাজারে আনার প্রস্তুতি নিয়ে এরই মধ্যে অ্যালবামের ৮০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কনকচাঁপা। এরই মধ্যে সব কয়টি গানে কন্ঠ দেয়ার কাজও সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু মিঙিং এর কাজ গুছানো হচ্ছে।
এ নিয়ে কনকচাঁপা বলেন, এ অ্যালবামের গানগুলো মেলোডি নির্ভর করার চেষ্টা করেছি। আশা করছি আমার ভক্তরা গানগুলো শুনে নিরাশ হবেন না।
তিনি বলেন, এই অ্যালবামে আমার সঙ্গে নকিব খানের একটি দ্বৈত গান থাকবে।
গানগুলোর শিরোনাম হল ‘ইচ্ছে করছে আজ’, ‘আমার কি নেই কিছু ভালো’, ‘বৃষ্টি এসে গেছে ভেসে’, ‘মা’, ‘যা চেয়েছি’, ‘তাহলে আমাকেও মনে পড়ে’, ‘কেমন করে থাকবো ভালো’, ‘তোমার কথায়‘, ‘সরে যেতে পারি’ ও ‘যখন বললে থাক’।
অ্যালবামের সবগুলো গানের গীত কবিতা লিখেছেন জুলফিকার রাসেল। কম্পোজ করেছেন নকিব খান, মঈনুল ইসলাম খান ও পিলু খান। অ্যালবামে থাকছে ১০টি গান।
Posted ১২:১৪ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin