| রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের আরিজোয়ানা প্রদেশের ফিওনিক্স শহরে একটি হাসপাতালে গত প্রায় এক দশক ধরে কোমায় থাকা এক নারী সন্তান দেন জন্ম দিয়েছেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
হাসপাতালে ২৪ ঘণ্টার নজরদারি ছিলেন ওই নারী। এরমধ্যেই ঘটে গেল অবাক করার মত এই ঘটনা। গত ২৫ ডিসেম্বরের পর ওই নারীর প্রসব ব্যাথা শুরু হয়। এরপর ২৯ ডিসেম্বর কোমায় থাকা অবস্থাতাতেই সন্তানের জন্ম দেন ওই নারী।
এমন ঘটনায় হয় ওই নারীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা হতবাক। তবে ঘটনাটি তদন্তে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে যৌন নির্যাতনের বিষয় আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে অনেকে এ ঘটনায় ওই স্বাস্থ্যকেন্দ্রের কেউ জড়িত বলেই অভিযোগ করছেন।
দেশটির স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু তদন্তের অভিমুখ কোন দিকে তা তিনি জানাতে রাজি হননি।
স্বাস্থ্যকেন্দ্রের তরফেও অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। উত্তর দেওয়া হয়নি প্রায় ৯১১টি ফোনের।
শেষমেশ ওই স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে দুটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে শিগগিরই এই রহস্যের সমাধান হবে বলে জানিয়েছে পুলিশ।
Posted ১৪:১৪ | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain