| সোমবার, ২০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : অমর একুশে গ্রন্থমেলার মূল আকর্ষণ থাকবে এবার বাংলা একাডেমির ক্যাম্পাসের বাইরের রাস্তায়। নামকরা ও বড় প্রকাশনা সংস্থার স্টলগুলোর এবার রাস্তার ওপর হবার সম্ভাবনা রয়েছে। একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরে একাডেমীর বিক্রয় কেন্দ্রের যে স্থাপনাটি ছিল সেটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের কাজ করা হচ্ছে।
এ কারণে ভিতরে স্থান সংকুলানের অভাবে একাডেমির সম্মুখভাগের রাস্তায় স্টল দিতে হচ্ছে। আর প্রকাশকদের দাবির কারণে নামকরা প্রকাশকদের স্টলগুলো রাস্তার ওপর দেয়ার কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, সৃজনশীল প্রকাশক সমিতি ও বিক্রেতা সমিতির ২৬২টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হবে। এর মধ্যে ১ ইউনিটের স্টল পাবে ১৩১টি প্রতিষ্ঠান, ২ ইউনিটের স্টল পাবে ৮৩টি প্রতিষ্ঠান ও ৩ ইউনিটের স্টল দেয়া হবে ৪৮টি প্রতিষ্ঠানকে। স্টল বরাদ্দের দাবি জানিয়ে প্রকাশক ও পরিবেশক সমিতির ৩২০টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। সেখান থেকে ২৬২ প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। তিনি বলেন, ২ ও ৩ ইউনিটের স্টলগুলো এবার ক্যাম্পাসের বাইরে রাস্তার ওপর দেয়ার কথা ভাবা হচ্ছে।
১ ইউনিটের স্টলগুলো থাকবে ভিতরে। এছাড়া সরকারী প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, মিডিয়া ও লিটল ম্যাগাজিনের স্টলগুলোও ভিতরে থাকবে। কে কোথায় স্টল পেল, ২৫ জানুয়ারির মধ্যে সে তালিকা টাঙ্গানো হবে। তিনি বলেন, বাংলা একাডেমি এবার এখন পর্যন্ত কোন স্পন্সার নেয়নি। নিজ অর্থায়নে মেলা করার কথা ভাবছে। তিনি আরো বলেন, অন্যান্যবারের মত এবারও শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন থাকবে।
Posted ১৩:১৪ | সোমবার, ২০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin