| বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮ | প্রিন্ট
২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৩ মে। শেষ হবে আজ রাত ১১টা ৫৯ মিনিটে। তবে এবার অনেক ভর্তিচ্ছুদের ভর্তি জালিয়াতির শিকার হতে হচ্ছে। অনেক কলেজ জালিয়াতি করে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন নম্বর নিয়ে অনলাইনে ভর্তি নিশ্চিত করে দিচ্ছে। ফলে শিক্ষার্থীদের দূরদূরান্ত থেকে ঢাকা শিক্ষা বোর্ডের কার্যালয়ে এসে ভর্তি বাতিল করে আবার আবেদন করতে হচ্ছে।
এক শিক্ষার্থী জানায়, আমি আমার কলেজে ভর্তি হতে চেয়েছি,ভর্তি হতে গিয়ে দেখি যে অন্য একজন আমার আবেদন করে ফেলেছে, আমার আবেদন হচ্ছে না এটা না হলে আমি কোন কলেজে ভর্তি হতে পারব না।
এরকম অসংখ্য অভিযোগ প্রতিদিনই আসছে শিক্ষামন্ত্রণালয়ে। মন্ত্রণালয় এদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে দিচ্ছে, এ ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি তাদের অভিযোগ সম্পর্কে আমাদের অবগতি করে , সে ক্ষেত্রে আমরা তাদের আবেদনটি বাতিল করে দিচ্ছি ফলে তারা আরেক বার আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এ ক্ষেত্রে সে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান বাতিল সহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১০ জুন। প্রথম পর্যায়ে যারা সুযোগ পাবেন না তারা দ্বিতীয় পর্যায়ে ১৯ জুন আবার আবেদন করতে পারবেন। সূত্র : ইনডিপেন্ডেন্ট
Posted ১৩:১৬ | বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain