নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট
হবিগঞ্জ সদর উপজেলায় নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন ছেলেসন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি রাহেলা আক্তার।
রোববার রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক ডেলিভারিতে এ ঘটনা ঘটে। প্রসূতির নাম রাহেলা আক্তার জেলার বাহুবল উপজেলার করিমপুর গ্রামের মো. আরশ আলীর স্ত্রী তিনি।
জানা গেছে, আগে রাহেলা আক্তারের আরো তিন কন্যাসন্তান রয়েছে। এটি ছিল তার চতুর্থ স্বাভাবিক ডেলিভারি।
পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম বলেন, গতকাল সন্ধ্যায় প্রসব ব্যাথা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি হন রাহেলা আক্তার। রাত ১০টার দিকে স্বাভাবিকভাবে প্রথম একটি ছেলেসন্তানের জন্ম দেন রাহেলা। এর কয়েক মিনিটের ব্যবধানে একে একে আরো দুটি সন্তান প্রসব হয় তার। বাকি দুই নবজাতকও ছেলে।
তিনি আরো বলেন, দুই নবজাতকের ওজন আড়াই কেজি এবং আরেকটির ওজন দুই কেজি। তুলনামূলক কম ওজনের নবজাতককে মায়ের ত্বকের সঙ্গে সংযুক্ত করে কেঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সেবা দেওয়া হচ্ছে। তবে সুস্থ আছেন মা। সূএ: ডেইলি-বাংলাদেশ
Posted ০৬:২২ | সোমবার, ০৮ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain