| বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
ভারতের একটি ব্যাংকের স্থানীয় ম্যানেজার ঋণ দেয়ার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইলে তাকে ঋণে নিতে আসা নারী রাস্তায় জনসম্মুখে জুতাপেটা করেছে। ব্যাঙ্গালুরু থেকে ২৬০ কিলোমিটার দূরে দক্ষিণ কর্ণাটকের দেওয়ানগর শহরের রাস্তায় এ ঘটনা ঘটে।
এই ঘটনার ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, যে নারী ঋণ নিতে চেয়েছিলেন তিনি ওই ব্যাংক ম্যানেজারকে রাস্তায় মোটা কাঠের একটি লাঠি দিয়ে পিটাচ্ছেন। আর ব্যাংক ম্যানেজারের কলার চেপে তাকে থাপ্পড়াচ্ছেন। এসময় ওই বিক্ষুব্ধ নারী ব্যাংক ম্যানেজারকে কলার টেনে মারতে মারতে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যেতে চাচ্ছিলেন। আর ব্যাংক ম্যানেজার উল্টো দিকে যেতে চাচ্ছিল। এসময় নারীটি তার পায়ের জুতা খুলে ওই ব্যাংক ম্যানেজারের গালে মারতে দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভারতে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে উত্তাল এমন সময় এই ঘটনা ঘটল।
বিডি প্রতিদিন
Posted ১৩:১৯ | বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain