| বুধবার, ০১ মার্চ ২০১৭ | প্রিন্ট
শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল আচার্য জয়ন্ত বোস এখন ঢাকায়। আগামী ৩ মার্চ ২০১৭ইং শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতাচার্য জয়ন্ত বোস-এর একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে। সঙ্গীতের প্রকৃত রসবোধ আস্বাদনের এক সুর্বন সুযোগ অপেক্ষা করছে সঙ্গীত পিপাসুদের জন্য। এমন মহান সঙ্গীত সাধকের সান্নিধ্য পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আচার্য জয়ন্ত বোস আন্তজার্তিক সঙ্গীত মহলে একমাত্র নক্ষত্র যিনি একাধারে Vocal Symphony, Taal Natika, Tabla Symphony, Melbandhan, Bengali Cantata Opera, Classical Orchestra, Musicomime, Omni-shirngar, Bengali Fusion Music এর স্রষ্টা। কণ্ঠসঙ্গীতে তার মত সঙ্গীত প্রতিভা বিশ্বে বিরল বলে সঙ্গীত মহলে ধারনা করা হয়। আন্তর্জাতিক সঙ্গীত মহল ধারনা করেন আচার্য জয়ন্ত বোস পৃথিবীর অদ্বিতীয় হারমোনিয়াম বাদক। আর এসব কারনে আন্তর্জাতিক সঙ্গীত মহল তাকে “আচাযর্” উপাধিতে ভূষিত করেছেন। ৩ তারিখ সঙ্গীত সন্ধা শেষে শিল্পকলা একাডেমী আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতের একটি ৩ দিনের একটি কর্মশালা পরিচালনা করবেন তিনি। এবং শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে ৮ মার্চ আচার্য জয়ন্ত বোস কে কেন্দ্র করে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
Posted ০৮:৫৪ | বুধবার, ০১ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain