| সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
উত্তর কোরিয়ায় দুর্ঘটনার শিকার হয়ে চীনা পর্যটকবাহী একটি বাস সেতু থেকে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের কূটনীতিকরা।
স্থানীয় সময় রোববার রাতে উত্তর কোরিয়া হোয়ংহায়ে প্রদেশে এ ঘটনা ঘটে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক-সিজিটিএন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সকালে চীনা পর্যটকবাহী বাসটির দুর্ঘটনার কথা জানালেও এ ব্যাপারে খুব একটা বিস্তারিত তথ্য জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
উত্তর কোরিয়ায় চীনের একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় বহু হতাহত হয়েছে। রোববার রাতে দুর্ঘটনাটি ঘটলেও সোমবার সকালে চীনের সরকার এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে তারা হতাহতের সঠিক কোনো সংখ্যা উল্লেখ করেনি। খবর: রয়টার্স ও সাউথ চায়না মনিটর।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ায় চীনের দূতাবাস জানিয়েছে- হাওওয়াং রাজ্যে রোববার রাতে একটি পর্যটকবাহী বাস বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। এতে চীনের বহু পর্যটক হতাহত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।’
দুর্ঘটনাকবলিত বাসটির ছবিও প্রকাশ করে তারা। পরে অবশ্য প্রতিষ্ঠানটি ওই টুইট মুছে ফেলে।
উত্তর হাওওয়াং পার্শ্ববর্তী দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী রাজ্য। পর্যটকদের কাছে স্থানটি বেশ আকর্ষণীয়।উত্তর কোরিয়া ভ্রমণ বেশিরভাগ দেশের কাছে নিষিদ্ধ। তবে চীনের পর্যটকদের কাছে দেশটির পর্যটন খুবই জনপ্রিয়।
উত্তর কোরিয়ায় আসেন এমন পর্যটকদের মধ্যে ৮০ শতাংশই চীনের। দক্ষিণ কোরিয়াভিত্তিক থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান দ্য কোরিয়ান মেরিটাইম ইনস্টিটিউটের তথ্যে, উত্তর কোরিয়া বছরে প্রায় ৪৪ মিলিয়ন ডলার শুধুমাত্র চীনের পর্যটকদের কাছ থেকে রাজস্ব আয় করে।
Posted ১২:৩১ | সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain