| বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন শুক্রবার দু’দেশের সীমান্তে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে অভ্যর্থনা জানাতে যাবেন। দক্ষিণের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কর্মকর্তা ইম জং-সেওক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি জানান, দুইনেতার সাক্ষাতের পর দক্ষিণ কোরিয়ার গার্ড অব অনার তাদেরকে প্রহরা দিয়ে অনুষ্ঠাস্থলে নিয়ে যাবে। এরপর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মুন ও কিমের বৈঠক শুরু হবে। এরপর, উত্তর-দক্ষিণ দুইপক্ষের আনুষ্ঠানিক সংলাপ শেষে একটি যৌথ স্মারক ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘ এক দশকের বেশি সময় পর প্রথমবারের মত ২৭ এপ্রিল দুই কোরিয়ার মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। মূলত আগামী মে মাসের শেষ অথবা জুনের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বহুপ্রতিক্ষীত সম্মেলনকে সামনে রেখে সংলাপে বসতে চলেছেন উত্তর-দক্ষিণের দুইনেতা। রয়টার্স
Posted ১২:১৩ | বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain