নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ | প্রিন্ট
কোটা সংস্কার আন্দোলনের ৯ দফা দাবিতে সড়কে নেমে আসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গণমছিল করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ।
এদিন দুপুরে রাজধানীর উত্তরা জমজম টাওয়ার এলাকায় গণমিছিলে নামেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরায় জমজম টাওয়ারের মোড় ও ১১নং সেক্টর মাইলস্টোনের সামনে সংঘর্ষ চলছে। বিকালের দিকে এই সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড চালিয়েছে।
উত্তরা ১১নং সেক্টর ১নং সড়কের ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তিনি ইটের আঘাতে আহত হয়েছেন বলে জানিয়েছে সূত্র। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, উত্তরায় পুলিশ ও শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদেরও দেখা গেছে। তারাও হাতে লাঠি নিয়ে নেমেছে জমজম টাওয়ার মোড়ে।
Posted ১৬:৪০ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain