নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স।
সোমবার সকাল ৯টার দিকে উত্তরাখণ্ডের আলমোরায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্চুলার সল্ট এলাকায় পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে সহায়তা করেছেন স্থানীয়রাও।
সেখানকার পুলিশ জানিয়েছে, বাসটিতে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ার পর নদীর ধারে এসে পড়ে সেটি। বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কীভাবে বাসটি উল্টে পড়ল এবং চালক কেন নিয়ন্ত্রণ হারালেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
Posted ০৭:৫৭ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain