| বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪ | প্রিন্ট
মওদুদ আহমেদ, ওল্ডহ্যাম থেকে : জগন্নাথপুর উপজেলার ইসহাক পুর, লুদর পুর, এনায়েত নগর টাইটেল মাদ্রাসার আর্থিক তহবিল সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত অত্র এলাকার প্রবাসীদের উদ্দ্যেগে এক সভা গত সোমবার ওল্ডহ্যামরে মুসলিম সেন্টারে অনুষ্টিত হয়েছে।
কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে এবং মতিউর রহমানের সঞ্চালনায় এতে বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। এলাকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান মাদ্রাসার জন্য বড় অংকের স্থায়ী তহবিল গঠনে উক্ত এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি ঘর থেকে – ৩০০ পাউন্ড করে চাঁদা আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পরিশোধের অনুরুধ জানানো হয়। এই মহতী উদ্দ্যেগকে বাস্তবায়নে তিনশত পাউন্ড প্রদানের পাশাপাশি আরও এক থেকে দুই লক্ষ টাকা করে সাহায্যের অঙ্গিকার করেন অন্তত ৩৫ জন দানশিল ব্যক্তিরা।
উল্লেখ্য ইসহাক পুর লুদর পুর এনায়েত নগর মাদ্রাসার তহবিল গঠনে নির্ধারিত চাঁদা উত্তলনের পর আগামী ১৯ শে আগস্ট
বার্মিংহামে পরবর্তি সভা করার ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Posted ০৬:১১ | বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin