নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ইসলামী শাসনব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
আজ সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এ মন্তব্য করে।
মামুনুল হক বলেন, এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এ জন্য দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিল্পব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, তিনি (শেখ হাসিনা) ছিলেন এক দানব, তার পেছনে ছিলেন আরও বড় এক দানব। তাকে কেউ নড়াতে পারেনি। তার এত বড় দানবীয় শক্তি, এত বড় দল… কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা ও জনতা রাজপথে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবিলা করে তাকে উৎখাত করেছে।
Posted ১৬:২৩ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain