নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ সরকার এ দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার করেছে। যার বোঝা আমাদের বহন করতে হচ্ছে। বাংলাদেশের বড় সব দল ক্ষমতায় এসেছে। এসেই তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা আর পরগাছা হয়ে থাকতে চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে এক গণসমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কাউছার আহামাদ, দক্ষিণ শাখার যুব আন্দোলন সভাপতি মো. ইকবাল হোসেন, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, মুহাম্মাদ আবুজর গিফারী, হাফেজ বেলাল হোসাইন ও মাওলানা নূরুল ইসলাম শরীফ প্রমুখ।
এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।
ছাত্র-জনতার গণঅভ্যুথানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের বিচার, অবৈধ সম্পদ বায়েজাপ্ত, সংখ্যানুপাতিক পদ্বতিতে নির্বাচনের আয়োজনের দাবিতে দেশব্যাপী এই গণসমাবেশ করছে ইসলামী আন্দোলন। এরই ধারাবাহিকতায় সোমবার হাতিয়ায় তাদের এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
Posted ১৬:৩৩ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain