| শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে সরাসরি গুলি চালিয়ে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। এছাড়া শনিবার ভোরে গাজার অন্তত ৮০টি স্থানে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আল জাজিরার।
মিশরের মধ্যস্থতায় কয়েক মাস ধরে চলা সীমান্ত-সংঘর্ষ বন্ধে একটি চুক্তির জন্য আলোচনা চলমান সত্ত্বেও এই ধরণের সংঘর্ষ সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘গতরাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে।’
বিবৃতিতে ৩০টির মতো রকেট হামলা চালানোর কথা বলা হয়েছে। ইসরাইলের চিকিৎসকরা জানান, ফিলিস্তিনিদের রকেট হামলায় সাত বেসামরিক লোককে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার আকস্মিকতায় তারা মানসিক আঘাত পেয়েছে।
রকেট হামলার জবাবে ইসরাইলের জঙ্গি বিমান, হেলিকপ্টার ও ড্রোন বিমান গাজায় হামাসের আনুমানিক ৮০টি আস্তানায় হামলা চালিয়েছে। তবে এই হামলার কারণে গাজায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হামাস ইসরাইলে রকেট হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেনি।
Posted ১৩:৫৬ | শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain