নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে নৃশংস আগ্রাসনের প্রতিশোধ নিতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
রবিবার রাতে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি হার্মাস-৯০০ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সেইসঙ্গে তাদের হামলার ফলে আরেকটি ড্রোন ইসরায়েলে ফিরে গেছে।
বিবৃতিতে বলা হয়, রবিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে একটি হার্মাস-৯০০ ড্রোন বিধ্বস্ত হয়েছে। অপর একটি ড্রোন লেবাননের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়েছে।
এদিকে রবিবার ইসরায়েলের বন্দরনগরী হাইফা লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এ সম্পর্কে বিবৃতিতে বলা হয়, রবিবার বিকাল ৪টার দিকে হাইফার ‘তিরা কারমেল’ সেনাঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক অত্যাধুনিক রকেট নিক্ষেপ করা হয়েছে। সেইসঙ্গে ইসরায়েলের স্যামসন সামরিক ঘাঁটির কমান্ড ও সরবরাহ কেন্দ্র, বেরিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মারকাবা শহর, কালা মালভূমি এবং হুনিন ব্যারাকে বিভিন্ন শ্রেণির রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটলেও সঠিক পরিসংখ্যান প্রকাশ করেনি ইসরায়েল।
এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল রবিবার বৈরুত, দক্ষিণ লেবানন ও পূর্ব বেকা উপত্যকায় বোমাবর্ষণ করেছে। সূত্র: আল-জাজিরা, আল-মায়াদিন, প্রেসটিভি
Posted ০৭:৪৪ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain