| বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ | প্রিন্ট
মাহতাব হোসেনের গল্প ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’ নিয়ে নাটক নির্মাণ করেছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। গল্পের শিরোনামেই নাটকটির নামকরণ করা হয়েছে। নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার দুই তারকা তানজিন তিশা ও ইরফান। বুধবার নাটকটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে মুক্তি পেয়েছে।
নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বললেন, ‘চমৎকার একটি গল্পে কাজ করছি। মনে হচ্ছে এই শৈশবে চলে যাচ্ছি, সেই সময়ের রোমান্টিসিজমে ঢুকে যাচ্ছি। ক্যামেরা সরে গেলে ফিরে আসছি।’
ইরফান বলেন, প্রতিক্ষীত নাটক এটি। আমার কাজ করা নাটকগুলোর মধ্যে অন্যতম এটি। সদ্য মুক্তি পেল। দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি।
মাবরুর রশীদ বান্নাহ বলেন, এটা আসলে একটি প্রেমের গল্প, তবে আবহটা ভিন্ন। গল্প প্রবাহিত হয়েছে একটু ভিন্নভাবে। প্রেমের বিষয়গুলো তো প্রকাশের ক্ষেত্রে দেখা যায় এর ব্যাপকতা অনেক। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির ভেতরে যে গভীর প্রেম লুকিয়ে থাকে সেটাই দেখানো হয়েছে ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’য়। ঢাকা ও নারায়ণগঞ্জে নাটকটির শুটিং হয়েছে। মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবের সারওয়ার টিউবে। বিডি-প্রতিদিন
Posted ১৪:৪২ | বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain