| বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি তেলকূপে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির অচেহ প্রদেশের এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হন। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত দেড়টার (মঙ্গলবার গ্রিনিচ সময় ১৮.৩০) দিকে একটি অবৈধ তেলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত তিনটি বাড়ি পুড়ে যায়। বুধবার সকালেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
এদিকে, আচেহর প্রদেশের এক কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তেলকূপে এখনো আগুন জ্বলছে। পুরোপুরিভাবে আগুন নেভানো যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সূত্র: আরটিএনএন
Posted ১২:৪৯ | বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain