| সোমবার, ০৬ আগস্ট ২০১৮ | প্রিন্ট
ইন্দোনেশিয়ার লুম্বক দ্বীপে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ইতোমধ্যেই ৯০জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গত রোববার সন্ধা ৭.৪৬টার সময় রিখটার স্কেলে প্রায় ৭মাত্রার ভূমিকম্পটি আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির উদ্ধারকর্মীদের বরাতে জানানো হয়েছে। কম্পনটির পরের দুই ঘন্টার মধ্যে আরো অন্তত ৪৭টি ছোট ছোট কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘৯নিউজ.কম’।
ইন্দোনেশিয়ার জরুরি বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, কয়েকশত মানুষ ভূমিকম্পের আঘাতে আহত হয়েছে তাই মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। লুম্বক দ্বীপের পাশের দ্বীপ বালিতেও ভূমিকম্পের ভয়াবহতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কম্পনটির মাত্রা ৬.২১ছিল বলে দাবি করেছে ‘বিবিসি’।
বিবিসি আরো জানায়, প্রথম দিকে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। এই প্রাণঘাতি ভূমিকম্পটি এমন একটি সময় হল যার মাত্র ১ সপ্তাহ আগেই লুম্বকে আরো একটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১৬জন মানুষ মারা গেছিল। ইয়ন নিউজ
Posted ১৩:০৭ | সোমবার, ০৬ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain