| মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
বিএম. এ আবদুল্লাহ:
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মিজানুর রহমান স্বপন মাঝিকে ২ হাজার ৩শ ৭ ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাজিত হয়েছেন জাতীয় পার্টি জেপি মনোনীত বাই সাইকেল প্রতিকের মশিউর রহমান মঞ্জু। সর্ব শেষ ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় চন্ডিপুর ইউনিয়নের ব্যাপক উত্তেজনা পূর্ণ নির্বাচনে কোন রকম অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিু পূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রশাসনের নজরদারী ছিল চোখে পড়ার মত। ১৩,৬৩৭ জন ভোটারের মধ্যে ১,০০৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ। এর মধ্যে জাতীয় পার্টি জেপি মনোনীত বাই সাইকেল প্রতিকের মশিউর রহমান মঞ্জু পেয়েছেন ৫৭৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদন্দি আওয়ামী লীগ মনোনীত নৌকা নৌকা প্রতিকের প্রার্থী মিজানুর রহমান স্বপন মাঝি পেয়েছেন ৩৪৭২ ভোট। ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ২৬৭ ভোট। উপজেলা নির্বাচন অফিস ঘোষিত বেসরকারী ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
Posted ১১:০৭ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum