বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালীতে সুন্দরী প্রতিযোগীতা  ‘মিস বাংলাদেশ ইতালী ২০১৮’  অনুষ্ঠিত

  |   শনিবার, ০৫ মে ২০১৮ | প্রিন্ট

ইতালীতে সুন্দরী প্রতিযোগীতা  ‘মিস বাংলাদেশ ইতালী ২০১৮’  অনুষ্ঠিত

 বিজয়ী হলেন ইন্তু, রানার্স আপ লিন্ডা এবং লাবন্য

ইতালী প্রতিনিধি : বহুল প্রতীক্ষীত মিস বাংলাদেশ ইতালী প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল রাউন্ড জাকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।এতে ইতালীর বিভিন্ন শহর থেকে আসা ২২জন প্রতিযোগী সরাসরি অংশগ্রহন করেন। কানায় কানায় হল ভর্তি দর্শকদের নিয়ে প্রথমবারের মতো এই আয়োজনে স্বপরিবারে প্রবাসীরা হাজির হন রোমের জনপ্রিয় থিয়েটার সানলিয়নে।

আয়োজনে ইতালীতে নিযৃক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আবদুস সোবাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টায়

অনুষ্ঠানের শুরুতে বিচারকদের নাম ঘোষনা করা হয়। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ইরিন ইসলাম জুলি বিচারকেদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাথে বিচারক প্যানেলের সদস্য ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রিতম আহমেদ এবং নৃত্যশিল্পী ভ্যালেন্টিনা।

অনুষ্ঠান উপস্থাপনের দায়িত্বে ছিলেন আয়োজক ইমন রহমান এবং সহ আয়োজক সানজিয়া হক শশী।

ক্যাট্ওয়াক রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আকর্ষনীয় ক্যাটওয়াক রাউন্ডে প্রতিযোগীরা নিজেদের পছন্দের পোশাকে হাজির হয়ে নিজেদের পরিচয় সবার কাছে তুলে ধরেন।

এসময় দর্শকদের ভোটের জন্য বিশেষ পেপার সরররাহ করা হয়। সৌন্দয এবং মেধা-মননের সম্বনয়ে বিজয়ীরে খোজে শুরু হয় পারফরমেন্স রাউন্ড। এখানে সবাই নাচ-গানে দর্শকদের মাতিয়ে রাখেন।

বিরতিতে দর্শত মাতাতে আসেন ইন্টারন্যাশনাল ব্যান্ড প্রিতম এ্যান্ড কো। চারদেশের চারজন ভিন্ন সদস্যদের নিয়ে গড়া এই ব্যান্ড অনুষ্ঠানে বাংলা গান পরিবেশন করেন। এরপরই রোমের জনপ্রিয় ব্যান্ড দল এন আকুষ্টিক ফ্রেম তাদের পারফরমেন্স শুরু করেন। তাদের জনপ্রিয় বাংলাগানের রিমিক্স দর্শক মাতিয়ে রাখে।
Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৩ | শনিবার, ০৫ মে ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com