| শনিবার, ০৫ মে ২০১৮ | প্রিন্ট
ইতালী প্রতিনিধি : বহুল প্রতীক্ষীত মিস বাংলাদেশ ইতালী প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল রাউন্ড জাকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।এতে ইতালীর বিভিন্ন শহর থেকে আসা ২২জন প্রতিযোগী সরাসরি অংশগ্রহন করেন। কানায় কানায় হল ভর্তি দর্শকদের নিয়ে প্রথমবারের মতো এই আয়োজনে স্বপরিবারে প্রবাসীরা হাজির হন রোমের জনপ্রিয় থিয়েটার সানলিয়নে।
অনুষ্ঠানের শুরুতে বিচারকদের নাম ঘোষনা করা হয়। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ইরিন ইসলাম জুলি বিচারকেদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাথে বিচারক প্যানেলের সদস্য ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রিতম আহমেদ এবং নৃত্যশিল্পী ভ্যালেন্টিনা।
ক্যাট্ওয়াক রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আকর্ষনীয় ক্যাটওয়াক রাউন্ডে প্রতিযোগীরা নিজেদের পছন্দের পোশাকে হাজির হয়ে নিজেদের পরিচয় সবার কাছে তুলে ধরেন।
এসময় দর্শকদের ভোটের জন্য বিশেষ পেপার সরররাহ করা হয়। সৌন্দয এবং মেধা-মননের সম্বনয়ে বিজয়ীরে খোজে শুরু হয় পারফরমেন্স রাউন্ড। এখানে সবাই নাচ-গানে দর্শকদের মাতিয়ে রাখেন।
Posted ১৫:৫৩ | শনিবার, ০৫ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin